দিনাজপুরে মরা মুরগি বিক্রি, জরিমানা
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাজারে মরা মুরগি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এ জরিমানা করেন।
খানসামা থানার উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ রায় জানান, পাকেরহাট বাজারে মরা মুরগি রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯-এর বিধানমতে ব্যবসায়ী মো. খাইরুল ইসলামকে (৩২) এক হাজার টাকা জরিমানা ও তাঁর দোকান থেকে প্রায় ৫০ কেজি কাটা মুরগি জব্দ করা হয়।