বুয়েট ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্রলীগের সভাপতি শুভ্র জ্যোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের প্রতিবাদে মানিকগঞ্জে সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলটি শহর ও বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করে।
মানববন্ধন চলাকালে জেলা ছাত্রলীগের সভাপতি সাদিকুল ইসলাম সোহা, সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, শহর ছাত্রলীগের সভাপতি তাপস সাহাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য দেয়।