সুন্দরবনে এবার ডুবল সারবাহী কার্গো
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে এবার একটি সারবাহী কার্গো তলা ফেটে ডুবে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকার ভোলা নদীর চরে আটকেপড়া সারবাহী কার্গো ‘জাবালে নূরের’ তলা ফেটে আংশিক ডুবে যায়। শেলা নদীর জাহাজ ডুবির পাঁচ মাস পর এ দুর্ঘটনা ঘটল।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, জাহাজে সার থাকায় পরিবেশের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখনো সুন্দরবনের কোনো ক্ষতি হয়নি।
বনবিভাগ জানায়, মংলা থেকে ৩০০ টন পটাশ সার (লাল সার) নিয়ে কার্গোটি গত রোববার সন্ধ্যায় ভোলা নদী অতিক্রম করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চরে উঠে গেলে সেটি আটকে যায়।
মঙ্গলবার বিকেলে জাহাজের তলা ফেটে পানি উঠে ধীরে ধীরে জাহাজটি কাত হয়ে পড়ে। খবর পেয়ে জাহাজের মালিক ঢাকার বাবুল হাওলাদার সেটি উদ্ধারের জন্য ‘এমভি নুরুল হক’ ও ‘এমভি সাদি’ নামের দুটি জাহাজ ঘটনাস্থলে পাঠান।
নুরুল হক জাহাজের মাস্টার আব্দুল মালেক সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে বিশাল চর থাকায় কার্গোটি উদ্ধার করা সম্ভব নয়। তাই তাঁরা সেখান থেকে ফিরে আসবেন বলে জানান।