ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ট্রাক শ্রমিক নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ডে প্রতিপক্ষের হামলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের এক সদস্য নিহত হয়েছে। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সোনা মিয়ার (৫৫) বাড়ি উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ড স্টেশন পাড়ায়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদুল কবীর জানান, উপজেলার পাল্লাট নামের একটি সরকারি বিল নিয়ে স্থানীয় শ্রমিক লীগ নেতা মাসুদ ও কালা জাহাঙ্গীরের সাথে সোনা মিয়ার দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মেইন বাসস্ট্যান্ডে সোনা মিয়ার সাথে তাঁদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাসুদ ও কালা ফারুকের নেতৃত্বে শ্রমিক লীগের নামধারী কর্মীরা সোনা মিয়াকে ধাওয়া করে মারপিট করে। এ সময় মাথায় আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আহত অবস্থায় তাঁকে কোটচাঁদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্তক রাখা হয়েছে। নিহত সোনা মিয়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছেন ওসি।