ভারতে পাচারের সময় ৮ বাংলাদেশি উদ্ধার
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় আট বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাঁদের উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বেনাপোল বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ খান বার্তা সংস্থা ইউএনবিকে জানান, সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশিকে ভারতে পাচার করা হবে—এমন খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। পরে গত রাত ১০টার দিকে পুটখালী সীমান্ত এলাকা থেকে আটজনকে উদ্ধার করা হয়।
অবশ্য এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান এই পুলিশ সদস্য। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নোয়াখালী, নারায়ণগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, নড়াইল ও যশোরের বিভিন্ন এলাকা থেকে এই আটজনকে ভারতে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে ইউএনবি। উদ্ধারের পর এদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ঘটনায় থানায় একটি মামলাও করা হয়েছে।