কুলাউড়ায় পুকুরে ২ বোনের মরদেহ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহ দুটি উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, ভবানীপুর গ্রামের ওমানপ্রবাসী জয়নাল আবেদীনের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতেন আরিজা (২০)। তাঁর ছোট বোন ছকিনা (১৮) উপজেলার রাউৎগাউয়ে জয়নাল আবেদীনের মেয়ের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। গত সোমবার জয়নাল আবেদীনের মেয়ের সঙ্গে ভবানীপুর গ্রামে যান ছকিনা। পরদিন মঙ্গলবার দুপুর ২টার পর বাড়ির লোকজন দুই বোনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে রাত ৯টার দিকে এলাকাবাসী তাঁদের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মিয়া গতকাল রাত ৩টার দিকে মোবাইল ফোনে জানান, নিহত দুজনের বাড়ি কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আদকানী গ্রামে। তিনি বলেন, প্রবাসী জয়নাল মিয়ার বাড়ির পুকুর থেকে এলাকাবাসী দুই বোনের মৃতদেহ উদ্ধার করে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, রাত সাড়ে ১২টার দিকে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নিয়ে যায়। পরে আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠায় পুলিশ।