হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ মহড়া মঙ্গলবার থেকে
দিনাজপুরের হিলি সীমান্তে ‘বেটার বর্ডার ম্যানেজমেন্ট’ নামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে দুই দিনব্যাপী যৌথমহড়া কাল মঙ্গলবার থেকে অনুষ্ঠিত হবে।
দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে সহযোগিতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ বাড়াতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন এই মহড়ার আয়োজন করেছে।
আজ সোমবার বেলা ১১টায় হিলি সিপি ক্যাম্পের অতিথিশালায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। তিনি দুইদিনের মহড়ার অংশ বিশেষ তুলে ধরে গণমাধ্যমকর্মীদের জানান, মঙ্গলবার থেকে শুরু হওয়া মহড়ার প্রথম দিন সকাল ৯টায় হিলি চেকপোস্টের শূন্য আঙিনায় বিএসএফের প্রতিনিধিদলকে স্বাগত জানানো হবে। এরপর উভয় বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে বিজিবি ও বিএসএফ সদস্যরা সকাল সাড়ে ৯টায় চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়ার পথে যাত্রীদের ব্যাগেজ তল্লাশি, পণ্যবাহী ট্রাক তল্লাশি করা হবে।
বেলা ১১টায় চেকপোস্টে যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মহড়ার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হবে। বেলা ২টায় যৌথ মহড়া শেষ হবে এবং বিএসএফ সদস্যরা ভারতে ফিরে যাবে।
পরের দিন অর্থাৎ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেড় কিলোমিটার সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে পুনরায় যৌথ মহড়া শুরু করবে বিজিবি ও বিএসএফ। মহড়ার অংশ হিসেবে হিলি রেলস্টেশনে ট্রেন ও যাত্রীদের তল্লাশিসহ বিভিন্ন ধরনের যৌথ মহড়া এবং ছায়া অভিযান পরিচালনা করবে।
দুই শতাধিক বিজিবি ও বিএসএফ সদস্য দুইদিনের এই যৌথ মহড়ায় অংশ নেবেন। দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত থাকবেন বলে জানান লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।