কথা কাটাকাটির পর লাশ মিলল স্কুলছাত্রের
টাঙ্গাইল পৌর শহরে কথা কাটাকাটির জের ধরে এক স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ।
সোমবার দুপুরে পৌর এলাকার সাকরাইল থেকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ মোমিন টাঙ্গাইলের সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে সাকরাইল এলাকারই শহিদুল ইসলামের ছেলে।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ভূঁইয়া নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, মোমিন দুপুরে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
দুপুর ১টার দিকে স্থানীয়রা সেখানে একটি পরিত্যক্ত ঘরে মোমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী নিয়ে মোমিনের সঙ্গে বন্ধুদের কথা কাটাকাটি হয়েছিল তা জানাতে পারেননি ওসি। তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।