সুন্দরবনে জাহাজডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি
পূর্ব সুন্দরবনের মরা ভোলা নদীতে সারবাহী কার্গো জাহাজডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বন বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।
পরে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসেন চৌধুরীকে প্রধান করে চার সদস্যের এবং বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়। বন বিভাগের কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এবং জেলা প্রশাসনের কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিবেকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মরা ভোলা এলাকার ভোলা নদীর চরে আটকে পড়া সারবাহী কার্গো ‘জাবালে নূরের’ তলা ফেটে ডুবে যায়। শ্যালা নদীর জাহাজডুবির পাঁচ মাস পর এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর রাতে ‘জাবালে নূরের’ মাস্টার মো. হাফিজুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘গত ১ মে মংলা বন্দরের হাড়বাড়িয়ায় অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে ৬৭০ মেট্রিক টন সার (লাল সার) নিয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ির উদ্দেশে যাওয়ার পথে মরা ভোলা নদীতে চরে আটকে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ‘জাবালে নূর’। এর পর ৪ মে চরে আটকে পড়া জাহাজটির তলায় ফাটল দেখা দেয় এবং ৫ মে বিকেলে তলা ফেটে জাহাজটি পুরোপুরি নদীতে ডুবে যায়।’
জাহাজটি উদ্ধারে অপর দুটি কার্গো জাহাজ ঘটনাস্থলে পৌঁছালেও প্রচণ্ড পানির চাপে তা সম্ভব হচ্ছে না। তবে বিকেলে ভাটার সময় ডুবন্ত জাহাজ থেকে সার অপসারণ ও উদ্ধারকাজ শুরু করা হবে বলে জানায় বন বিভাগ। এদিকে ঘটনার পর থেকে দুর্ঘটনাকবলিত জাহাজের নাবিকরা পলাতক।
২০১৪ সালের ৯ ডিসেম্বর পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে ফার্নেস অয়েল নিয়ে ‘সাউদার্ন স্টার সেভেন’ নামের একটি জাহাজডুবির ঘটনা ঘটে।