দিনাজপুরে ট্রাক্টরের ধাক্কায় দিনমজুর নিহত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মকলেছ (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ২৫ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মকলেছ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার আবুল কাশেমের ছেলে।
ময়নাতদন্তের জন্য তাঁর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, বীরগঞ্জের ২৫ মাইল নামক স্থানে রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন দিনমজুর মকলেছ। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাক্টর ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এস আই ।