আলু-পটলের ব্যাগে দুই কেজি সোনা!
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকা থেকে দুই কেজি ওজনের দুটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ মঙ্গলবার সকালে সামসুল ইসলাম (৪৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব ধরঞ্জী গ্রামে।
জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে হিলি সীমান্ত এলাকা থেকে ভারতে সোনা পাচার করা হচ্ছে এমন খবর আসে বাসুদেবপুর ক্যাম্পে। এ সময় ক্যাম্পের ল্যান্সনায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা আটাপাড়া রেলঘুমটিতে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর মোটরসাইকেলে বাজারের ব্যাগ নিয়ে এক ব্যক্তি কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি বাজারের ব্যাগে সোনা থাকার কথা স্বীকার করেন। ব্যাগে দুই কেজি ওজনের দুটি সোনার বার পাওয়া যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আটক সোনার দাম প্রায় দুই কোটি টাকা হবে বলে দাবি করেন বিজিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।