ট্রাকচাপায় ইজিবাইকচালক নিহত, আহত ২
খুলনা মহানগরে আজ শুক্রবার সকালে চালবোঝাই একটি ট্রাকের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই পথচারী।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, আজ সকাল ৮টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শান্তিধাম মোড়ে এসে একটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশের ভবনে গিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইক চালক নাসিম (৫৫) নিহত হন। আহত হন দুই পথচারী। পরে ট্রাকের চালক ইমরানকে আটক করে পুলিশ।