বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল দুজনের
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়।
গোড়াই হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী জানান, সকালে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। নয়াপাড়া এলাকায় ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এ সময় গাড়ি দুটি সড়কের পাশে পড়ে যায়। পরে পেছনের দিক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে একটি ট্রাক ও আরেকটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।