রায়পুরের জেলেরা পেলেন পরিচয়পত্র
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার জেলেদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় পাঁচ হাজার ৩৫৪ জন জেলেকে এ পরিচয়পত্র দেওয়া হয়।
এ বিষয়ে রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সরকারিভাবে পাঁচ হাজার ৩৫৪ জন জেলেকে প্লাস্টিকের তৈরি পরিচয়পত্র দেওয়া হয়েছে। এতে প্রকৃত জেলেরা স্বীকৃতি পেল।
জেলেরা পরিচয়পত্র পেয়ে খুশি। তিনি আরো জানান, ‘বিভিন্ন সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে, আবার কোনো কোনো সময় অন্যান্য মাছ না ধরার নির্দেশ থাকে। তখন সরকারের দেওয়া ভাতা এসব পরিচয়পত্রধারী জেলেরা পাবে।’
রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সভাপতিত্বে পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আলোকুজ্জামান ও রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্লাহ।