সীমান্তে প্রাণহানি বন্ধে কাজ করার ঘোষণা বিজিবি-বিএসএফের
দিনাজপুরের হিলি সীমান্তে চোলাচালান ও অপরাধীদের প্রতিরোধে বিজিবি ও বিএসএফের মধ্যে শুরু হওয়া দুইদিনের যৌথ অনুশীলন শেষ হয়েছে। আজ বুধবার যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করেন এই দুই বাহিনীর সেক্টর কমান্ডাররা।
গতকাল মঙ্গলবার ‘এক্সারসাইজ হিলি এক্সপ্রেস’ নামে এই যৌথ অনুশীলন শুরু হয়।
আজ সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুশীলন শেষ হয় বেলা ১২টায়। এরপর দুপুর ১টায় বিজিবির হিলি সিপি ক্যাম্পের সামনে বিজিবি ও বিএসএফের পক্ষে এক যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন জানান, এই ধরনের অনুশীলন উভয় দেশের সীমান্ত পরিচালনার ক্ষেত্রে বিজিবি ও বিএসএফের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এবং সীমান্ত ব্যবস্থাপনা আরো উন্নত ও গতিশীল হবে। এর ফলে সীমান্তে অবৈধ পারাপার, চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। আর তাহলেই সীমান্তে অনাকাঙ্ক্ষিত প্রাণহানিও ঘটবে না।
দুই দিনের অনুশীলনে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে কর্নেল জাকির হোসেন বলেন, এর আগে সুন্দরবন এলাকায় এই ধরনের অনুশীলন করা হলেও হিলি সীমান্তে এটিই প্রথম। এই অনুশীলনের মাধ্যমে সীমান্তের বিভিন্ন স্থানে মাদক ও ট্রেন তল্লাশি, চেকপোস্ট দিয়ে পাসপোর্টে আসা বাংলাদেশ ও ভারতের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি, আমদানিকৃত পণ্যবাহী ট্রাক তল্লাশিসহ পতাকা বৈঠক করা হয়েছে। এই অনুশীলনের পর বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তে দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো দক্ষতার সঙ্গে কাজ করবেন। এরপর তিনি দুই দিনের যৌথ অনুশীলনের সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতের রায়গঞ্জ বিএসএফের সেক্টর কমান্ডার জর্জ মানজুরান, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট আলকেশ সিনহা এবং জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ী বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট মো. কোরবান আলী, দিনাজপুর সদর ৪২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল একলিম আবদীনসহ উভয় বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।