গোয়ালন্দে শিশুপুত্রকে হত্যা, মা আটক
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ১৩ মাস বয়সী এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। এতে জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সোনাভান বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
নিহত শিশুর নাম স্বাধীন। সে ফরিদপুর সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের আইয়ুব বেপারীর ছেলে।
পরিবার থেকে দাবি করা হয়, সোনাভান মানসিক রোগী। আজ বুধবার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৈজদ্দিন মোল্লারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও সোনাভানের মা সুফিয়া বেগম (৫০) জানান, প্রায় এক বছর ধরে তিন সন্তানের জননী সোনাভান মানসিকভাবে অসুস্থ। বিভিন্ন চিকিৎসার ফলে কয়েকদিন ধরে তিনি কিছুটা সুস্থ ছিলেন। এতদিন তাঁকে আটকে রাখা হলেও সপ্তাহখানেক তাঁকে আর আটকে রাখা হয়নি। কোলের সন্তান স্বাধীনকেও তিনি বুকের দুধ ও অন্যান্য খাবার খাওয়ান। আজ বুধবার সকালে সাড়ে ১০টার দিকে শিশু স্বাধীনকে ঘুম পাড়িয়ে তাঁর নানি সুফিয়া গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় সোনাভান ঘুমন্ত ছেলেকে ঘরের বাইরে এনে জবাই করে হত্যা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির জবাই করা লাশ উদ্ধার করেছে। একই সময় সোনাভান বেগমকে আটক করা হয়েছে। মায়ের মস্তিষ্ক বিকৃতির কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।