এনটিভি প্রতিনিধি সোহেল হাফিজকে পুলিশের সম্মাননা
গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে আইন প্রয়োগে সহায়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখায় বরগুনায় এনটিভির প্রতিনিধি সোহেল হাফিজকে সম্মাননা দিয়েছে জেলা পুলিশ।
একই সময় অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় যমুনা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মিরাজ আহমেদ জাবের ও মাছরাঙ্গা টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মুশফিক আরিফসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও গ্রাম পুলিশকেও সম্মাননা দেয় জেলা পুলিশ।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা দেওয়া হয়।
এ সময় জেলার ছয়টি থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জেলা কমিউনিটি পুলিশের নেতারা উপস্থিত ছিলেন।