অ্যাটকো সভাপতি মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও স্যাটেলাইট টিভি দর্শক ফোরাম।
আজ শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনের সামনে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও স্যাটেলাইট টিভি দর্শক ফোরামের সদস্যরা মানববন্ধন করেন। তাঁরা মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতিকে দেশে ও বিদেশে তুলে ধরা এবং দেশীয় সংস্কৃতিকর্মীদের বিকাশে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছেন। তাঁকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে শিল্পী, কলাকুশলী ও সংস্কৃতিসেবীদের পক্ষ থেকে সরকারের কাছে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় জোরালো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ ও স্যাটেলাইট টিভি দর্শক ফোরামের নেতারা।