মেহেরপুরের শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকগুলোকে পুরস্কার
মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে মেহেরপুর সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এই পুরস্কার দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী, মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও ডা. মইন উদ্দিন প্রমুখ। পরে উপজেলা ও জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকগুলোকে পুরস্কার দেওয়া হয়।
সদর উপজেলায় কালীগাংনী কমিউনিটি ক্লিনিক, গাংনী উপজেলায় যুগিন্দা ও মুজিবনগর উপজেলায় বাগোয়ান কমিউনিটি ক্লিনিককে পুরস্কার দেওয়া হয়। এদের মধ্যে যুগিন্দা কমিউনিটি ক্লিনিক জেলার শ্রেষ্ঠ কমিউনিটি ক্লিনিকের পুরস্কার পায়।