বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একে একে গেল দুই ভাইয়ের প্রাণ
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগৎনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন মো. নুরুল আমিন (৫৫) এবং তাঁর ছোট ভাই নাহিদ হোসেন মিতু (৩৫)।
নিহত নুরুল আমিন ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নাহিদ হোসেন মিতু রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে নিজ বাড়ীতে বিদ্যুতের লাইনে কাজ করছিলেন নাহিদ। এ সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। এ সময় বিদ্যুতায়িত ভাইকে বাঁচাতে বড় ভাই নুরুল আমিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। দ্রুত তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনায় একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান চেয়ারম্যান।