প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, টাঙ্গাইলে রাষ্ট্রদ্রোহ মামলা
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে
টাঙ্গাইলের সাবেক এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের।
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও দল থেকে বহিষ্কৃত চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলার বাদী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জানান, সম্প্রতি ফেসবুকে চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও কটাক্ষ করেন। এ কারণে ইরাদ আহম্মেদ সিদ্দিকীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।
জোয়াহেরুল আরো জানান, আদালতের বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল্লাহ আল মাসুম মামলাটি আমলে নিয়ে তা এফআইআর করতে নির্দেশ দেন টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।