এমপি রানার ফাঁসির দাবিতে আ. লীগের মিছিল
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাসহ সব আসামির ফাঁসির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সামনে বিচারের দাবিতে সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনি), টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তানভির হাসান ফেরদৌস, টাঙ্গাইল জেলা বাসমালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া (বড় মনি), মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমদসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে শহরের কলেজপাড়ায় নিজ বাসভবনের সামনে থেকে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর নিহত ফারুক আহমদের স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন।
মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তাঁর তিন ভাইসহ ১৪ জনকে আসামি করে মামলা করা হয়। আমানুর রহমান খান রানা বর্তমানে জেলহাজতে রয়েছেন।