খালেদা জিয়ার বিচার একদিন হবে : নৌপরিবহনমন্ত্রী
পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে একদিন না একদিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান থ্রি-এঞ্জেল মেরিন লিমিটেডের এক অনুষ্ঠানে নৌমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।
নৌপরিবহনমন্ত্রী সেখানে ৯৫ কোটি টাকা ব্যয়ে নয়টি সার্ভে ভাইসেল (নদীর নাব্যতা নির্ণয়ে নৌযান) ও ৫০টি পন্টুন নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। শাজাহান খান বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের নাতনিদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন মালয়েশিয়ায়। আর ১৫ লাখ ছাত্রছাত্রীর জীবন আজ ধ্বংসের মুখোমুখি। তাদের ঝুঁকি নিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। সুতরাং এটা তো কোনোমতে কারো কাম্য নয়।’
বিএনপি নেত্রীর প্রতি অবরোধ-হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে নৌমন্ত্রী বলেন, ‘আপনি এই নাশকতামূলক, পৈশাচিক মানসিকতা পরিহার করে বাংলার মানুষকে শান্তি দেন এবং এই অবরোধ-হরতাল প্রত্যাহার করে বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনি বলবেন যে এগুলো সরকার করছে। সরকারের দায়-দায়িত্ব আছে নাকি যে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করার। সুতরাং আমি মনে করি এই সমস্ত দায়-দায়িত্ব চাপবে হুকুমের আসামি বেগম খালেদা জিয়ার ওপর। বিচার তাঁর একদিন হবে। আজকে হোক কালকে হোক তাঁর বিচার হবে। এবং সেই বিচার জনতার আদালতেও হবে। আমি মনে করি, যখন বিচার হবে জনগণ রাস্তায় নেমে তাঁর বিচার দাবি করবে এবং উল্লাস প্রকাশ করবে।’