চিনিকলের এমডি তিন দিন অবরুদ্ধ
ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তিন দিন ধরে নিজ বাসভবনে অবরুদ্ধ আছেন। তাঁর বাসভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার সকাল থেকে পুলিশের পাহারা আরো জোরদার করা হয়েছে। এ অবস্থায় শ্রমিক-কর্মচারী নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট শিল্পমন্ত্রণালয়।
মোবারকগঞ্জ চিনিকলের এমডি দেলোয়ার হোসেন টেলিফোনে এনটিভি অনলাইনকে জানান, বিভিন্ন ক্যাটাগরিতে ৭৮ জন লোক নিয়োগের জন্য গত ৪ ও ৫ মে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। চুক্তিভিত্তিক নিয়োগ করা শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হলেও সরকারের বেঁধে দেওয়া বিভিন্ন কোটা সমন্বয় করতে গিয়ে জটিলতা দেখা দেয়। ফলাফল প্রকাশের সময় অনেকেই বাদ পড়তে পারেন-এমন শঙ্কা থেকে মিলের শ্রমিক-কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা গত ৫ তারিখ থেকে বিক্ষোভ করছে এবং এখনো বাড়ির সামনে অবস্থান ধর্মঘট করছে। এ অবস্থায় নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন বলেও জানান তিনি।
এদিকে, মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, অর্থের বিনিময়ে বাইরে থেকে লোক নিয়োগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদের শ্রমিক-কর্মচারীরা আন্দোলন করছে। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
অন্যদিকে, স্থানীয় জাতীয় সংসদ সদস্যসহ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গত ৬ মে এ নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।