টাঙ্গাইলে ডাকাতি মামলার আসামির লাশ উদ্ধার
টাঙ্গাইলের দেলদুয়ারে ডাকাতি মামলার এক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার ডুবাইল ইউনিয়নের কুপাখি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
নিহত ফজলু মিয়া (৫০) কুপাখি গ্রামের বুদ্দু মিয়ার ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি হলেন ওই গ্রামের আবুল বাসক।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার দিবাগত রাতে ১০ থেকে ১২ জন লোক ফজলু মিয়াকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে পালিয়ে য়ায়। ফজলুর সঙ্গে প্রতিবেশীদের জমি-জমাসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এসব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিহত ফজলু মিয়া একটি ডাকাতি মামলার আসামি। কিছুদিন আগে তিনি জামিনে মুক্তি পান। পারিবারিক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।