দিনাজপুরে বিনামূল্যে সার ও বীজ পেলেন ৩০০ কৃষক
দিনাজপুর সদর উপজেলায় ৩০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি প্রান্তিক কৃষকদের মধ্যে সরিষা, গম, ভুট্টা খরিপ-১ ও মুগডালের বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. ফরিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিত ঘোষ কাঞ্চন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার গণতান্ত্রিক সরকার। এ সরকার গরিব ও সাধারণ মানুষের সরকার। গত জোট সরকারের আমলে সার পেতে বেগ পেতে হতো আর সারের জন্য অনেক কৃষক প্রাণও দিয়েছেন। কিন্তু আমরা আপনাদের বিনামূল্যে সার ও বীজ দিচ্ছি। তাই যদি আওয়ামী লীগ সরকারকে আগামী নির্বাচনে জয়যুক্ত করেন, তাহলে আপনাদের সার ও বীজ নিয়ে ভাবতে হবে না।
আলোচনা শেষে ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।