টাঙ্গাইলে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে টাঙ্গাইলে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আজ শনিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে সমাবেশ করে দলের নেতাকর্মীরা।
সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হক শাহীন, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
এদিকে আজ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা এবং সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি। আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।