নেত্রকোনায় প্রতিবন্ধীদের সেলাই মেশিন ও পাঠ্যপুস্তক বিতরণ
নেত্রকোনায় দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, সিলিং ফ্যান ও পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর মনাং গ্রামে দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার কার্যালয়ে বুধবার বিকেলে প্রতিবন্ধীদের মাঝে এ সামগ্রীগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোছাম্মৎ মোস্তারী কাদেরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মদনপুর ইউপির চেয়ারম্যান মোস্তফা কাদের, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মজিবুর রহমান, পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক মো. হাবিবুর রহমান, মদনপুর ইউপির সদস্য মিজানুর রহমান ও নাসিমা সুলতানা প্রমুখ।
সদর উপজেলার মদনপুর মনাং গ্রামে পল্লী দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা ৩০ জন দৃষ্টিপ্রতিবন্ধী ও শ্রবণপ্রতিবন্ধী শিক্ষার্থী নিয়ে তাঁদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।