মহাত্মা গান্ধীর জন্মদিনে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আজ রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।
আগামীকাল সোমবার যথারীতি শুরু হবে এই বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানান, মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মবার্ষিকী পালন করছে ভারত। ফলে ভারতের হিলির ব্যবসায়ীরা আজ বন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।
এদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি আজ বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।