মুন্সীগঞ্জে লঞ্চ থেকে ২০০ কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে আজ শুক্রবার সকালে যাত্রীবোঝাই একটি লঞ্চে অভিযান চালিয়ে ২০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও স্থানীয় মৎস্য বিভাগ।
সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. শফিকুল আলম জানান, মুন্সীগঞ্জ জেলা মৎস্য বিভাগ ও নারায়ণগঞ্জের পাগলায় অবস্থিত কোস্টগার্ডের সদস্যরা আজ সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান-৬ নামের একটি লঞ্চে অভিযান চালান। তখন সাত বস্তা জাটকা ইলিশ জব্দ করা হয়। কোস্টগার্ডের নেতৃত্বে ছিলেন পেটি অফিসার মোস্তাফিজুর রহমান।
শফিকুল আলম আরো জানান, জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।