মেহেরপুরে শিশু হত্যার দায়ে একজনের ফাঁসি
মেহেরপুরে শিশু হত্যার দায়ে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টি এম মুসা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুজনকে খালাস দিয়েছেন আদালত।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন (২৪) সদর উপজেলার ঝাঝা গ্রামের বাসিন্দা। গত ২০০৯ সালের ১৩ জানুয়ারি সদর উপজেলার ঝাঝা গ্রামে সাত বছরের শিশু জারজিনাকে হত্যার দায়ে তাঁর ফাঁসি হলো।
শিশু জারজিনা নিহত হওয়ার দিনই জারজিনার দাদি তানজিলা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় একই গ্রামের জাহাঙ্গীর হোসেনকে প্রধান আসামি এবং আমিরুল ইসলাম ও সাদেক আলীকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পরদিনই জাহাঙ্গীরকে আটক করে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জাহাঙ্গীর।
মেহেরপুর সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জিহাদ আলী মামলাটি তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। এতে তিন আসামিকেই অভিযুক্ত করা হয়।
সরকারপক্ষের আইনজীবী কাজী শহিদুল হক জানান, বাদীসহ মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মামলার প্রধান আসামি জাহাঙ্গীরকে মৃত্যুদণ্ড এবং অপর দুই আসামিকে বেকসুর খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী খন্দকার একরামুল হক হীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।