ডাকাত সন্দেহে গণপিটুনি, একজন নিহত
টাঙ্গাইলের ঘাটাইলে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের সোলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ৩টার দিকে ঘাটাইল-ভরাডোবা সড়কে ডাকাতির সময় গণপিটুনির শিকার হন কয়েকজন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত শিকদার জানান, কয়েক দিন ধরে এই এলাকায় ডাকাতির ঘটনা ঘটছে। রোববার রাতে ডাকাতরা একটি ট্রাক থামিয়ে ডাকাতির চেষ্টা করে। আশপাশের লোকজন টের পেয়ে তাদের ঘেরাও করে। এ সময় গণপিটুনিতে একজন নিহত হন। তাঁর নাম বিপ্লব (৩৫)। তাঁর বাড়ি খুলনায় বলে জানা গেছে। লাশ বর্তমানে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।