কুষ্টিয়ায় আরেকটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে : ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেসরকারি উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে আরেকটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। আজ শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুঠিবাড়িতে ১৫৪তম রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহের এই কুঠিবাড়িতে বসেই কালজয়ী অনেক সাহিত্য রচনা করেছেন। আর এখানে বসে রচিত ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের কারণেই তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এসব কারণে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের শান্তিনিকেতনের আদলে একটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছিলেন।” তিনি জানান, খুব দ্রুত বেসরকারি উদ্যোগে সরকারি পৃষ্ঠপোষকতায় এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম।
রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট গবেষক ড. আবুল আহসান চৌধুরী, অ্যাডভোকেট লালিম হক, ড. মাসুদ রহমান প্রমুখ।
আজ শুক্রবার বিশ্বকবির স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।