এমপি রানার ফাঁসির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাসহ সব আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
আজ মঙ্গলবার দুপুরে শহরের নিরালা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত মুক্তিযোদ্ধা ফারুক আহমদের স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমদ, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, পৌরসভার কাউন্সিলর তানভীর ফেরদৌস নোমান, জেলা ছাত্রলীগ নেতা শফিউল আলম মুকুল।
মানববন্ধনে বক্তারা আসামি এমপি রানা ও তাঁর তিন ভাইসহ সব আসামিকে দ্রুত বিচারের আইনে নিয়ে ফাঁসি কার্যকর করার দাবি জানান। তাঁরা বলেন, হত্যার হুমকি বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। আসামিদের বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।