মানিকগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জের সদর উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে আজ শুক্রবার দুপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রহিজ মণ্ডল (৩০) নামের এক মাইক্রোবাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের ছয় যাত্রী আহত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রহিজ মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর গ্রামের ইউসুফ মণ্ডলের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের চাঁদ আলী মণ্ডলের ছেলে নুরুল মণ্ডল (৩৫), রমজান মণ্ডলের ছেলে মো. রশিদ মণ্ডল (৩০), মো. আবদুল হাকিমের ছেলে আবুল হাসেম (২৪), আয়নাল দেওয়ানের ছেলে আজিজ দেওয়ান (৫০), শাজাহান হোসেনের ছেলে বুলবুল আহমেদ (৩৫) ও ইসান মণ্ডলের ছেলে নিলু মণ্ডল (২৫)।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, হতাহত ব্যক্তিরা ঢাকা থেকে মাইক্রোবাসে (ঢাকা মেট্রো ব ৩৩-৪০২৫) করে রাজবাড়ীতে নিজ এলাকায় ফিরছিলেন। দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলার গোলড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ওই মাইক্রোবাসটির সঙ্গে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনএনবি পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো জ ১২৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক রহিজ নিহত হন। আর মাইক্রোবাসের যাত্রীরা গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক জানান, আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বাস্থ্যের অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হবে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।