নকল ইনসুলিন বিক্রি, সরবরাহকারীর জেল, ব্যবসায়ীর জরিমানা
দিনাজপুরের ফার্মেসিতে ডায়াবেটিক রোগীর কাছে নকল ইনসুলিন বিক্রি করার অপরাধে এক ওষুধ বিক্রেতা ও নকল ওষুধ সরবরাহকারীকে জেল-জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জোবায়ের রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকাণ্ড পরিচালনার সময়ে র্যাব-১৩ দিনাজপুরের কোম্পানি কমান্ডার মেজর মাহমুদ হাসান রাজু ও দিনাজপুর ড্রাগ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ সময় শহরের সেবা ফার্মেসিতে নকল ইনসুলিন বিক্রি এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মালিক আশরাফুল ইসলামকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফার্মেসিটির মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন মোট দুই লাখ ৭৬ হাজার টাকার ওষুধ পুড়িয়ে ফেলা হয়।
একই সঙ্গে নকল ইনসুলিন সরবরাহের অভিযোগে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বলরামপুর গ্রামের আসাদুজ্জামানকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।