টাঙ্গাইলে ট্রাক উল্টে চারজন নিহত, আহত ৫
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—পাবনা জেলার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬)।
আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের টাঙ্গাইল সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান বলেন, সকালে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল সিমেন্টবোঝাই একটি ট্রাক। পথে কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায় ট্রাকটি।
ওসি বলেন, ট্রাকটি সিমেন্টের বস্তার ওপর কয়েকজন যাত্রী নিয়ে চলছিল। সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের চারজন যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরো পাঁচজন। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান।