কুমিল্লায় তিন দিনের হরতাল
কুমিল্লায় আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত তিনদিনের হরতাল ডেকেছে জেলা ২০ দলীয় জোট ও ইসলামী ছাত্রশিবির।
আজ শুক্রবার দুপুর ২টায় কেন্দ্রীয় ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের গুলিতে চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শাহাবুদ্দিন পাটোয়ারী নিহত হওয়ার প্রতিবাদে আগামী রোববার সকাল ৬টা থেকে জেলায় ৪৮ ঘণ্টা হরতাল পালন করা হবে। একই সঙ্গে দেশব্যাপী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে শনিবার চট্টগ্রাম বিভাগের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহ আলম হরতাল ডাকার বিষয়টি স্বীকার করেছেন।
এদিকে আজ দুপুর ৩টায় জেলা ২০ দলীয় জোটের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। ছাত্রশিবিরের নেতা খুন এবং চৌদ্দগ্রামে জোটের নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ২০ দলীয় জোটের নেতা জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরী ও কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দীন মোহাম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।