লাকসামে ট্রেন লাইনচ্যুত, চলাচল বন্ধ
কুমিল্লার লাকসাম স্টেশনের মিলিটারি স্পেশাল মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
কুমিল্লায় রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী হামিদুল হক এনটিভি অনলাইনকে জানান, চট্টগ্রাম-সিলেট ও চট্টগ্রাম-ঢাকা রেলসড়কের কুমিল্লার লাকসাম স্টেশনের সামনে ফয়েজগঞ্জ এলাকায় আজ বেলা সাড়ে ৩টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মিলিটারি স্পেশাল ট্রেনের মালবাহী দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিকেল ৪টায় লাকসামের একটি রিলিফ ট্রেন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।