টাঙ্গাইলে ছয় ঘণ্টা পর বিকল্প লাইনে গ্যাস সঞ্চালন শুরু
উচ্চ চাপের গ্যাস সঞ্চালনের মূল লাইনে ফাটল দেখা দেওয়ার কারণে প্রায় ছয় ঘণ্টা টাঙ্গাইলে গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
আজ বুধবার সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী ব্রিজের নিচে ২০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন লাইন ফেটে যায়। পরে ঢাকা থেকে দুটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দীর্ঘ সময় চেষ্টা করে ফেটে যাওয়া পাইপের পাশ দিয়ে বিকল্প ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালনের ব্যবস্থা করেন।
কালিহাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন জানান, সকালে পুংলীতে তিতাসের গ্যাস সঞ্চালন লাইনে ফাটল দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে তাঁরা ফাটল মেরামতের চেষ্টা করে ব্যর্থ হন।
সকালে তিতাস গ্যাসের টাঙ্গাইল জোনাল অফিসের ম্যানেজার মামুনুর রহমান জানান, স্থানীয় গ্যাস অফিসের পক্ষে এ লাইন মেরামত করা সম্ভব নয়। তাই ঢাকা থেকে দুটি অপারেশন টিম ঘটনাস্থলে আসে।