কক্সবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ১০টি বাড়ি পুড়ে গেছে। এ সময় চারজন দগ্ধ হয়। আগুন নেভাতে গিয়ে আরো ছয়জন আহত হয়। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মো. সেলিম মেকানিকের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ মো. সেলিম ও তাঁর প্রতিবেশী গ্যাস মেকানিক পারভেজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া দগ্ধ রিপন শীল ও অপর আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের কামাল উদ্দিন জানান, গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন সেলিমের সেমিপাকা বাড়িসহ আশপাশের আরো কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।