চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
লক্ষ্মীপুর শহরের মডেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় লিপি আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত লিপি আক্তারের স্বজনেরা হাসপাতালে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আজ শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে।
এ সময় হাসপাতালের কর্মচারী তছলিম, জামাল উদ্দিন ও ইউসুফকে মারধর করে আহত করা হয়েছে। হামলা ও ভাঙচুরের অভিযোগে জাহিদ হোসেন, মাইন উদ্দিন ও সফিউল্লাহ নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহত প্রসূতি লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের ফিরোজ আলমের স্ত্রী।
নিহতের বাবা লেদু মিয়া ও বোন নিশি আক্তার অভিযোগ করে বলেন, তিনদিন আগে প্রসূতি লিপি আক্তারকে মডেল হাসপাতালে ভর্তি করা হয়। ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পর প্রসূতি লিপি আক্তার মারা যান। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তাঁরা।
এ ব্যাপারে মডেল হাসপাতালের কারো বক্তব্য পাওয়া যায়নি।
শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম জানান, চিকিৎসায় অবহেলায় প্রসূতি লিপি আক্তার মারা যাওয়ার ঘটনায় হাসপাতালে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।