ময়মনসিংহে চাচা খুন, সঙ্গীসহ ভাতিজা আটক
ময়মনসিংহে ‘চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাধা দেওয়ায়’ সমীর দে (৪৫) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আকাশ দে (১৮) ও সানি (১৮) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তিনটি ছুরি ও চুরি হওয়া মালামাল জব্দ করে। গ্রেপ্তার আকাশ দে নিহত সমীর দের ভাতিজা।
কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শিবিরুল ইসলাম গ্রেপ্তার হওয়া আকাশ ও সানির বরাত দিয়ে জানান, গতকাল রাতে সমির দে বাড়ির একটি ঘরে বসে টেলিভিশনে খেলা দেখছিলেন। এ সময় তাঁর ভাতিজা আকাশ ও তার সহযোগী সানি বাড়ির ভেতরে ঢুকে রূপা ও স্বর্ণের অলংকার চুরি করে। চুরি করে পালানোর সময় টের পেয়ে বাধা দেন সমীর। এ সময় তারা তাঁকে ছুরি দিয়ে এলোপাতারি আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সমীর দে পেশায় একজন স্বর্ণকার। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পরে অভিযান চালিয়ে শহরের সূর্যকান্ত (এসকে) হাসপাতালের একটি পরিত্যক্ত বাসা থেকে সানি ও আকাশকে আটক করা হয়। এ সময় সেখান থেকে তিনটি ছুরি ও চুরি হওয়া মালামাল জব্দ করে পুলিশ। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।