পূজায় বরগুনার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন কাপড়
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে একশর বেশি পরিচ্ছন্নতাকর্মীর মাঝে খাবার ও নতুন কাপড় বিতরণ করেছে বরগুনা জেলা পুলিশ। শুক্রবার বেলা ১২টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে খাবার ও কাপড় বিতরণ করা হয়। এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করেন বরগুনার পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক।
দুর্গাপূজা উপলক্ষে পুলিশের এ আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন, মুক্তিযোদ্ধা আলহাজ আবদুল মোতালেব মৃধা, বরগুনা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু এবং উন্নয়নকর্মী হোসনে আরা হাসি প্রমুখ।