মেহেরপুরে অস্ত্র-গুলিসহ ভারতীয় নাগরিক আটক
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত থেকে গাজী মণ্ডল (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে আজ শনিবার আটক করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি ওয়ান শ্যুটারগান, পিস্তলের ১০টি ও শ্যুটারগানের দুটি গুলি জব্দ করা হয়েছে।
আটক গাজী মণ্ডলের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গানদিনা গ্রামে।
র্যাব-৬ গাংনীর ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) উৎপল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাজীপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র নিয়ে বাংলাদেশ সীমান্তে আসার পথে ভারতীয় নাগরিক গাজী মণ্ডলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।