পিরোজপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপির সদস্য রুহুল আমিন শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, সংখ্যালঘুদের জায়গা দখল, এলাকার লোকজনকে অহেতুক মারধরের অভিযোগ এনে চালিতাখালী গ্রামবাসী ওই সংবাদ সম্মেলন করে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর প্রেসক্লাবে এলাকার শতাধিক গ্রামবাসী উপস্থিত হয়ে রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ উত্থাপন করেন। সংবাদ সম্মেলনে গ্রামবাসীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. জামাল সিকদার।
সংবাদ সম্মেলনে লিখিত ৪২টি অভিযোগের মধ্যে আছে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরের জায়গা দখল করে মাছের ঘের তৈরি, সংখ্যালঘুদের জমি, সুপারিবাগান, প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রাজা আলী সিকদারের বাড়িতে ডাকাতি, তাঁর ছোট ছেলে মিন্টুর পায়ে গুলি করা, নিজে গাঁজা-ইয়াবা বিক্রি করলেও পুলিশকে ‘ম্যানেজ’ করে প্রতিপক্ষকে মামলায় ফাঁসানো ইত্যাদি।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত একাধিক হিন্দু পরিবারের সদস্যরা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, রুহুল মেম্বারের অত্যাচারে তাঁরা এখন গ্রাম ছেড়ে ভারত চলে যাওয়ার চিন্তাভাবনা করছেন। রুহুলের বিরুদ্ধে একাধিক মামলা হলেও তিনি ঠিকই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী সাংবাদিকদের কাছে তাঁদের দুর্ভোগের চিত্র দেশবাসীর কাছে তুলে ধরার পাশাপাশি প্রশাসনের কাছে ৯ নম্বর ওয়ার্ড সদস্য রুহুল আমিন শেখের অত্যাচারের প্রতিকার চান।