আরাফাত রহমান কোকোর জন্য আশুগঞ্জে দোয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর জামে মসজিদে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদের উদ্যোগে এই দোয়া করা হয়।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সহসভাপতি আজিজুর রহমান, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমানসহ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। ২৭ জানুয়ারি তাঁকে ঢাকায় বনানী কবরস্থানে দাফন করা হয়।