গাজীপুরে দুই অভিযানে ৯ ‘জঙ্গি’ নিহত
গাজীপুরের জয়দেবপুরে পাশাপাশি দুটি ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল সোয়া ৪টার দিকে অভিযান শেষে জেলার জয়দেবপুরের হারিনাল এলাকার নোয়াগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকালে জেলার হারিনালের লেবুবাগানে র্যাবের অভিযানে দুজন জঙ্গি নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাতারটেকের আরেকটি বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই বাড়িতে অভিযানে নব্য জেএমবির প্রধান আকাশসহ সাতজন নিহত হয়েছেন।’
অভিযান শুরুর পর দুপুরে গাজীপুরে জঙ্গি আস্তানায় অভিযানের সময় ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এ ছাড়া কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামও ঘটনাস্থলে রয়েছেন।
এর আগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গাজীপুরের হারিনালে অভিযানে দুই জঙ্গি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত জঙ্গিদের পরিচয় জানাতে পারেননি তিনি।
র্যাব ১২-এর কমান্ডার ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহাবুদ্দিন খান জানান, কাগমারা মির্জাবাড়ির মাঠের পাশে আজাহার আলী মাস্টারের বাড়িতে গত ২৭ সেপ্টেম্বর জঙ্গিরা বাসা ভাড়া নেয়। সারা দেশব্যাপী জঙ্গি অভিযান চলমান থাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে ওই বাড়িতে জঙ্গি আস্তানায় তাদের কার্যক্রম চলছে। বিষয়টি নিশ্চিত হয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় আল্লাহু আকবর ধ্বনি দিয়ে জঙ্গিরা র্যাবের দিকে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালালে দুই জঙ্গি নিহত হয়।
এর আগে সকালে গাজীপুর সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছিলেন, জঙ্গি আস্তানা সন্দেহে গাজীপুর সদর উপজেলার হারিনাল এলাকায় একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
এর আগে শনিবার সকালে টাঙ্গাইল পৌরসভার কাগমারা মির্জামাঠ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আরো দুই জঙ্গি নিহত হন।