শ্রীনগরে পেট্রলপাম্পসহ ফার্নিচারের দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আল-আমিন বাজার এলাকায় আগুন লেগে অস্থায়ী পেট্রলপাম্পসহ একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। আজ শনিবার দুপুর ৩টার দিকে পেট্রলপাম্প থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ জানান, অস্থায়ী সিরাজ মিয়ার পেট্রলপাম্প থেকে আগুন লাগলে দুটি জ্বালানি বিতরণ পাম্প মেশিন পুড়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ইয়াছিন মিয়ার ফার্নিচারের দোকানও পুড়ে যায়। এ ঘটনায় উভয় ব্যবসায়ীর প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপর শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।