শিক্ষাব্যবস্থার বিকল্প ভাবতে হবে : রওশন এরশাদ
লাখ লাখ শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার পরও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে না পারায় তাঁদের ‘মেধার’ পাশাপাশি বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ।
আজ শনিবার দুপুরে ময়মনসিংহের চরাঞ্চল বলে পরিচিত অম্বিকাগঞ্জ কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন বিরোধী দলের নেতা।
বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে রওশন এরশাদ বলেন, ‘শিক্ষিত মানুষ হচ্ছে আলোকিত মানুষ। শিক্ষা ছাড়া মনের ভেতরের আলো প্রজ্বলিত হয় না। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। কিন্তু বর্তমানে আমাদের দেশে যে শিক্ষাব্যবস্থা আছে, তাঁর বাইরে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।’
‘কারণ এখন প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী জিপিএ ৫ পাচ্ছে। তাদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি তো দূরের কথা, অনেক ক্ষেত্রে তারা ভর্তি পরীক্ষায় পাসই করতে পারছে না। কাজেই এটা কেন? এই যে ফাঁকটা রয়ে গেল এটা কেন? যদি কেউ জিপিএ ৫ পায় তাহলে সে তো অনেক মেধাবী হবে। কই আমরা তো সেই মেধা দেখতে পারছি না।’
একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে মাত্র দুজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেছে উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভর্তি কমিটিও এ নিয়ে দুঃখ করেছেন। চার বছর ধরে আমাদের দেশে একই ঘটনা ঘটে যাচ্ছে। অথচ কেউ এটা নিয়ে ভাবছে না। আমাদের এই সমস্যাটা খতিয়ে দেখতে হবে এবং আমাদের এর সমাধান বের করতে হবে। তাহলে সত্যিকারের শিক্ষা তারা পাচ্ছে না।’ তারা যদি জ্ঞান অর্জন করতে পারত, বইগুলো পড়ে দেখত, তাহলে তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারত বলেও মন্তব্য করেন রওশন এরশাদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আশরাফুল আলম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমেদ, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবদুল জলিল প্রমুখ।
এর আগে তিনি ২০০৬ সালে পরানগঞ্জে নির্মিত ২০ শয্যার হাসপাতাল পরিদর্শন ও পরে পরানগঞ্জ ইউনিয়নের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।